Tuesday, October 14, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচন: পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি বেশিরভাগ সংগঠন, এগিয়ে ছাত্রদল


ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যাল (সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন হল সংসদ নির্বাচনে কোনো ছাত্রসংগঠনই সবগুলো হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি হলের মধ্যে ১৪টিতে পূর্ণাঙ্গ প্যানেল দিতে সক্ষম হয়েছে শুধু জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রীদের পাঁচটি হলের মধ্যে কেবল রোকেয়া হলে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে সংগঠনটি।

অন্যদিকে ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ কোনো হলে পূর্ণাঙ্গ প্যানেল দেয়নি। সংগঠন দুটি বলছে, কৌশলগত কারণে তারা হলে প্যানেল দিচ্ছে না, তবে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দেবে।

ভিপি ও জিএসসহ প্রতিটি হল সংসদে রয়েছে ১৩টি পদ। সে হিসাবে সব হল মিলে মোট ২৩৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। প্রাথমিক যাচাই-বাছাই শেষে বৈধ মনোনয়নপত্র পাওয়া গেছে ১ হাজার ১০৮টি।

ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, হলে ছাত্ররাজনীতি থাকা না থাকার বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়নি। এ কারণে হলে প্যানেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একইভাবে গণতান্ত্রিক ছাত্রসংসদও জানায়, তাদের প্রার্থীরা স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে সমন্বয়ের মাধ্যমে কাজ হচ্ছে প্যানেলের মতোই।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ছাত্রীদের সব হলে তাদের নেতা–কর্মী থাকলেও নানা কারণে অনেকেই প্রার্থী হতে চাননি। তবে ছাত্রী হলগুলোতেও গুরুত্বপূর্ণ পদে তাদের প্রার্থী রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, কিছু সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে গোপনে রাজনীতি করছে।

প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী, ছাত্রদের হলগুলোতে একাধিক পদে দুই থেকে তিন গুণ প্রার্থী হয়েছে। ছাত্রীদের হলগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা বেশ জমজমাট, যেখানে অনেক আসনে একাধিক প্রার্থী লড়াইয়ে রয়েছেন।

অন্যদিকে ডাকসুর ভিপি পদে স্বতন্ত্র দুই প্রার্থী নিয়ে ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এদের একজন জুলিয়াস সিজার তালুকদার, যিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আরেকজন হলেন মুহাম্মাদ আবু তৈয়ব, যিনি বয়সে সবচেয়ে প্রবীণ প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন।

২৫ আগস্ট পর্যন্ত প্রার্থীরা চাইলে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর ২৬ আগস্ট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন