Tuesday, January 13, 2026

ঢাকা-১০ থেকে প্রার্থী ঘোষণা থাকলেও কুমিল্লা-৩ আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ


ছবিঃ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা 

ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা থেকে মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর নামে একটি মনোনয়ন ফরম নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে। শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয় ও প্রবাসী কল্যাণ) হাচিবুর রহমান (পরাগ) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চলমান মনোনয়ন কার্যক্রমে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে এ পর্যন্ত ১০৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে রমজানুল করিম নামের এক ব্যক্তি কুমিল্লা-৩ আসন থেকে আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জানা গেছে, রমজানুল করিম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় জেলা জজ আদালতের একজন আইনজীবী সহকারী। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসিফ মাহমুদের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, আসিফ মাহমুদের পক্ষের কয়েকজন লোক ঠিকানা ও ব্যাংক ড্রাফটের অর্থ দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে দিতে অনুরোধ করেছিলেন। তিনি শুধু সেই অনুরোধ অনুযায়ী ফরম সংগ্রহ করে তাঁদের কাছে হস্তান্তর করেছেন।

এদিকে বিষয়টি নিয়ে বিভ্রান্তির কথা জানিয়েছেন আসিফ মাহমুদের পরিবারের সদস্যরাও। তাঁর চাচাতো ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি তাঁরা আনুষ্ঠানিকভাবে জানেন না। আসিফ মাহমুদ নিজেও এ বিষয়ে পরিবারের কাউকে কিছু জানাননি বলে দাবি করেন তিনি। তাঁদের ধারণা অনুযায়ী, ঢাকা-১০ আসন থেকেই নির্বাচন করার সিদ্ধান্ত চূড়ান্ত রয়েছে।

উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় থেকেই তাঁকে কুমিল্লা-৩ আসনে প্রার্থী হওয়ার সম্ভাব্য মুখ হিসেবে আলোচনা করা হচ্ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন এবং ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন যে তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন