Monday, January 19, 2026

ঢাকা–১০ আসনে মনোনয়ন ফরম তুললেন আসিফ মাহমুদ


ছবি: ঢাকা–১০ আসনে প্রার্থী হতে আজ সোমবার মনোনয়ন ফরম তোলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকার ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে প্রার্থী হওয়ার পথে এক ধাপ এগোলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার তিনি ধানমন্ডি থানা নির্বাচনী কার্যালয়ে গিয়ে নিজ হাতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। পরে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলে তফসিল ঘোষণার আগের দিন, গত ১১ ডিসেম্বর তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসিফ মাহমুদ জানান, নির্বাচিত হলে উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা জনগণের কাজে লাগাতে চান। তিনি বলেন, প্রশাসনিক কাঠামো ও সমস্যার সমাধান প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

তবে নির্বাচন সামনে রেখে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও প্রকাশ করেন তিনি। জুলাই অভ্যুত্থানে সক্রিয় আরেক নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, এ ঘটনায় এখনো জড়িতদের গ্রেপ্তার না হওয়া দুঃখজনক এবং এটি সব প্রার্থীর জন্যই একটি ঝুঁকির বার্তা। তাঁর দাবি, অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের লক্ষ্য করে ষড়যন্ত্র চলছে এমন তথ্য তিনি বিভিন্ন সূত্র ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে পেয়েছেন।

প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, অবাধ চলাচল ও নিরাপদ পরিবেশ না থাকলে নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হবে। ঝুঁকিতে থাকা প্রার্থীদের বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা–১০ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তোলেন আসিফ মাহমুদ। তাঁর ভাষ্য, এখনো পোস্টার–ব্যানার ও আগাম বুথ স্থাপনের মতো কর্মকাণ্ড দেখা যাচ্ছে, যা আচরণবিধির পরিপন্থী। এসব বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে ঢাকা–১০ আসনে বিএনপি তাদের প্রার্থী হিসেবে শেখ রবিউল আলমকে মনোনয়ন দিয়েছে। জামায়াতে ইসলামী প্রার্থী করেছে আইনজীবী জসীম উদ্দিন সরকারকে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো এ আসনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা না করলেও আসিফ মাহমুদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন