Monday, January 19, 2026

বিএনপি নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লক্ষ্মীপুরে গভীর রাতে জমি দখলের অভিযোগ


ছবি: লক্ষ্মীপুরে রাতের আঁধারে জমি দখলের অভিযোগ। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গভীর রাতে ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আতঙ্কে রয়েছে বলে জানিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট এলাকায় মেঘনা নদীর পাড়ে এই ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসী মাইনুদ্দিনের কাছ থেকে কেনা প্রায় ৬ শতাংশ জমিতে রাতের আঁধারে টিনের ঘর তুলে দখল নেওয়া হয় বলে দাবি করেন জমির দেখভালকারী বৃদ্ধ নিজাম মিয়া ও তার পরিবার।

ভুক্তভোগীরা জানান, প্রায় সাত মাস আগে ৬২ লাখ টাকা ব্যয়ে ওই জমিটি কেনা হয়। সেখানে চারটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছিল। সম্প্রতি ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়ার সময় শনিবার গভীর রাতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদশা গাজির নির্দেশে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে এসে জমিটি দখলে নেন এবং একটি টিনের ঘর স্থাপন করেন। বাধা দিলে হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ভুক্তভোগীরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে হাজিমারা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে এবং উভয় পক্ষকে থানায় যাওয়ার পরামর্শ দেয়।

এ ঘটনায় রোববার রাতে নিজাম মিয়া ও তার মেয়ে আয়শা আক্তার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদশা গাজিসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে আলাউদ্দিন গাজি, মুকবুল চৌকিদার, গফুর ও জাকির চৌকিদার, সোহেল, গফুর মোল্লা এবং রতন গাজির নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা গাজি দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করতে প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ দিয়েছে। তবে রাতের আঁধারে ঘর তোলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এর কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি।

হাজিমারা ফাঁড়ির এসআই আবদুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয়েছে এবং কাগজপত্রসহ থানায় উপস্থিত হতে বলা হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ফেসবুকে প্রতিবাদ জানানোয় প্রবাসীর পরিবার হত্যার হুমকি পাচ্ছে বলেও অভিযোগ উঠেছে, যা এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন