Monday, January 19, 2026

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় নারী-শিশুসহ ২৭ জন আটক


ছবি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ২৭ জন আটক। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে মহানন্দা ব্যাটালিয়নের আওতাধীন ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথি ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ব্যক্তিদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু এবং ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন এবং পরে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দেশে ফেরার চেষ্টা করছিলেন।

৫৯ মহানন্দা বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে নজরদারি জোরদারের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর সাধারণ ডায়েরির মাধ্যমে আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন