- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেফতার হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আফতাব নুর। তিনি ঘাগড়া গ্রামের বাসিন্দা ও মৃত শামসুর রহমানের ছেলে। অতীতে তিনি বাদাঘাট ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, আফতাব নুরের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে সোমবার দুপুরে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি গত বছরের ১৬ ডিসেম্বর রাতে দায়ের করা হয়েছিল।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।