- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) টুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা ‘টীকা’ (TIKA) এর সঙ্গে যৌথ উদ্যোগে ঢাবির মেডিকেল সেন্টার আধুনিকায়নে প্রায় পৌনে তিন কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে বারিধারা এলাকায় টীকার কার্যালয়ে ডাকসুর প্রতিনিধি দলের সঙ্গে টীকার বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান-এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন, ফার্স্ট এইড সুবিধা, মডেল ফার্মেসি, ওয়েলনেস গার্ডেন, নয়েজ-ফ্রি জোন এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহের মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করে।
প্রকল্পের আওতায় হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স, এক্স-রে ও ইসিজি মেশিন, এয়ার কন্ডিশনার, হাসপাতাল বেড, আলমারি, ডেস্ক এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম স্থাপনসহ সম্পূর্ণ মেডিকেল সেন্টার সংস্কারের কাজ চলমান রয়েছে। আগামী এক মাসের মধ্যে প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করা হচ্ছে।
বৈঠকে ডাকসুর ভিপি সাদিক কায়েম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। টীকার কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান ও ডাকসু প্রতিনিধি দল উভয় পক্ষ ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।