Monday, January 19, 2026

ঢাবির মার্কেট সিন্ডিকেটে কলেজের কোটি কোটি টাকা হাতছাড়া, প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ


ছবিঃ ঢাবির কাটাবন ও গ্রীণ সুপার মার্কেট (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মালিকানাধীন ‘কাটাবন মার্কেট’ ও ‘গ্রীন সুপার মার্কেট’-এ অনিয়ম, অব্যবস্থাপনা ও সিন্ডিকেট দৌরাত্মের কারণে বিশ্ববিদ্যালয় প্রতিবছর কোটি কোটি টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই দুই মার্কেটের দোকানগুলো বরাদ্দে চুক্তিমূলক ভাড়া নেওয়া হলেও, সিন্ডিকেটের মাধ্যমে তৃতীয় পক্ষের কাছে অনেক গুণ বেশি ভাড়া দেওয়া হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত আয় সঠিকভাবে কোষাগারে পৌঁছাচ্ছে না।

কাটাবন মার্কেটের ৩৫৩টি দোকান ও গ্রীন সুপার মার্কেটের ১৫৮টি দোকানকে নিম্নমূল্যে ভাড়া দেওয়া হলেও, প্রতিটি দোকান তৃতীয় পক্ষের কাছে মাসে ৩০ থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত ভাড়া দেওয়া হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় বার্ষিকভাবে ১৮ কোটি টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, “মার্কেট পরিচালনায় প্রশাসনের উদাসীনতা ও অযোগ্যতার কারণে বিশ্ববিদ্যালয় লাভবান হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের সম্পদ যথাযথ ব্যবহারে স্বাধীনভাবে পরিচালিত হলে সরকারি বাজেটের ওপর এতটাই নির্ভর করতে হতো না।”

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সম্পদ কৌশলগতভাবে ব্যবহারের মাধ্যমে উল্লেখযোগ্য রাজস্ব অর্জন সম্ভব। তবে সিন্ডিকেট ও রাজনৈতিক প্রভাবের কারণে এই সুযোগ হাতছাড়া হচ্ছে। প্রশাসন যদি সৎ ও বস্তুনিষ্ঠ উদ্যোগ গ্রহণ করে, বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।”

ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “আমি দায়িত্বে আসার পর দুই মার্কেটের ভাড়া বৃদ্ধি উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই তা বাস্তবায়নের দিকে এগোবে। তবে দোকানের নতুন ভাড়া নির্ধারণ এখনও সম্পন্ন হয়নি।”

বিশ্ববিদ্যালয়ের মার্কেটগুলোর দোকান বরাদ্দ নীতিমালায় বলা আছে, কোনো দোকান পুনর্ব্যবহার বা তৃতীয় পক্ষকে ভাড়া দেওয়ার ক্ষেত্রে প্রথম পক্ষের অনুমোদন বাধ্যতামূলক। অন্যথায় চুক্তি বাতিলের ব্যবস্থা রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এই সম্পদগুলো সঠিকভাবে পরিচালনা করত, তাহলে শিক্ষার উন্নয়ন, গবেষণা ও ছাত্রকল্যাণে লাখ লাখ টাকা বরাদ্দের প্রয়োজন হতো না। তারা প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, নইলে বিশ্ববিদ্যালয় আরও বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন