Tuesday, October 14, 2025

ঢাবির ছাত্রদল নেত্রী পুতুলের উদ্যোগে নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রদল


ছবি: নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ছাত্রদলের নেত্রী পুতুল

PNN ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রদলের নেত্রী জান্নাতুল ফেরদৌস পুতুল।

সোমবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের সামনে নবাগত শিক্ষার্থীদের হাতে ফুল, কলম, সার্টিফিকেট ফাইল এবং চকলেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান পুতুল।

এ সময় তিনি বলেন, “আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের মহামূল্যবান বক্তব্য ‘সবার আগে বাংলাদেশ’–এই চেতনা ধারণ করেই আমরা নবীন শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের প্রতি ভালোবাসা ও জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে চাই। ছাত্রদলের ইতিবাচক ভূমিকা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতা তুলে ধরতেই এই ক্ষুদ্র আয়োজন।”

তিনি আরও বলেন,“আমরা বিশ্বাস করি, এই নতুন প্রজন্মের হাত ধরেই আমরা একটি সাম্য, মানবিকতা এবং ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন