- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধর, হেনস্তা ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্র হলেন মার্কেটিং ব্যাচ–৮ শিক্ষার্থী ইসতিহাক আহমেদ। ভুক্তভোগী ছাত্রী শুক্রবার (২১ নভেম্বর) পল্লবী ও শাহবাগ থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ছাত্রী অভিযোগে জানিয়েছেন, ইসতিহাক দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে বিরক্ত করছিল। শুরুতে পরিচয় হলেও পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে বলা হয়, সম্পর্কের পর থেকেই ইসতিহাক তার প্রতি নানা ধরনের কু-প্রস্তাব দিতে শুরু করে এবং শারীরিক সম্পর্কের চাপ সৃষ্টি করে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইসতিহাক তার ব্যক্তিগত ছবি সংগ্রহ করে এবং একান্তে সময় কাটানোর চেষ্টা করে।
অভিযোগে আরও বলা হয়, মানসিক নির্যাতনের কারণে ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং ১১ নভেম্বর রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন দুপুরে ইসতিহাক হাসপাতাল এসে তার মোবাইল ফোন নিজের নিয়ন্ত্রণে নিয়ে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
১৭ নভেম্বর রাতে মিমাংসার কথা বলে ইসতিহাক তাকে পল্লবীর ডিওএইচএস শপিং কমপ্লেক্সে ডেকে নিয়ে গিয়ে গালিগালাজের পাশাপাশি দুই গালে, মাথায়, পিঠে ও বাহুতে একাধিক কিল-ঘুষি মারে এবং পরিধেয় কাপড় টেনে হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। আশেপাশের লোকজন এগিয়ে এলে ইসতিহাক দ্রুত স্থান ত্যাগ করে। আহত ছাত্রী পরদিন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
ভুক্তভোগী ছাত্রী জানিয়েছেন, ইসতিহাক তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করতে পারে বলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগের বিষয়ে ইসতিহাকের পিতা কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। মেয়েটিই প্রথমে আমার ছেলেকে মারধর করেছে। পরে পাল্টা প্রতিক্রিয়ায় আমার ছেলে প্রতিরক্ষা করেছে।”
পল্লবী থানার তদন্ত কর্মকর্তা এস আই মাসুদুর রহমান জানিয়েছেন, অভিযোগ পেয়েছি এবং সাপেক্ষে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।