Friday, December 5, 2025

দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার জন্য কাস্টমস ও ভ্যাট আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ এনবিআর এর


ছবি: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিদেশি বিনিয়োগকারী ও দেশি করদাতাদের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস আইন এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন-এর ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কর সংস্থা। এর আগে, অক্টোবরের মাঝামাঝিতে আয়কর আইনের ইংরেজি সংস্করণও প্রকাশ করা হয়।

এনবিআর জানিয়েছে, মূল্য সংযোজন কর আইন, কাস্টমস আইন এবং আয়কর আইন—এই তিনটি প্রধান রাজস্ব আইন এবং এদের অধীনে প্রণীত বিধিমালাগুলোর অথেনটিক ইংরেজি টেক্সট না থাকায় দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারী, পেশাদার প্রতিষ্ঠান, গবেষক ও বিশ্লেষকরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। তাদের দাবির প্রেক্ষিতে এই তিনটি আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করা হলো।

এনবিআর আরও বলেছে, ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে বিনিয়োগকারীরা আইনের বিধি-বিধান সঠিকভাবে জানতে পারবেন, বিশেষ করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, কাস্টমস আইন এবং আয়কর আইনের ক্ষেত্রে।

আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ পাওয়ায় রাজস্ব সংক্রান্ত আইন সম্পর্কে করদাতাদের আস্থা বৃদ্ধি পাবে, আইনগুলোর অস্পষ্টতা ও দ্ব্যর্থবোধকতা কমবে এবং দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে বলে মনে করছে এনবিআর।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন