Tuesday, October 14, 2025

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ঃ নির্বাচন কমিশন


ছবিঃ সংগৃহীত

দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। রবিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকা অনুযায়ী, পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা এক হাজার ২৩০ জন।

ইসি সচিব আরও বলেন, গত ১০ আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকার পর নতুন করে যুক্ত হয়েছেন এক লাখ ৩৭ হাজার ৬৪২ জন ভোটার। একই সময়ে তালিকা থেকে বাদ পড়েছেন এক হাজারের বেশি ভোটার।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সংস্থাটি ভোটের রোডম্যাপ প্রকাশ করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন