- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তিনি এই ফোনালাপ করেন।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুর ১২টা ২৬ মিনিটে প্রকাশিত এক পোস্টে বিষয়টি জানানো হয়। পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করা হয়, যেখানে সোফায় বসে তাকে ফোনে কথা বলতে দেখা যায়।
এর আগে সকালে যুক্তরাজ্যের লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান তারেক রহমান। সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটে যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৩৯ মিনিটে তিনি ঢাকায় অবতরণ করেন। তার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি ওই কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন।
দলীয় সূত্র জানায়, গণসংবর্ধনা শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তিনি চিকিৎসাধীন তাঁর মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।