- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁর আগমন উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি ফটকসহ সংলগ্ন সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিমানবন্দর থেকে বের হওয়ার ফটক থেকে পূর্বাচলের নির্ধারিত গণসংবর্ধনাস্থল পর্যন্ত সড়কের দুই পাশে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। বিশেষ করে ভিআইপি ফটক থেকে প্রধান সড়ক পর্যন্ত অংশে নিরাপত্তা ছিল সবচেয়ে কড়া।
নিরাপত্তাজনিত কারণে জরুরি বিদেশগামী যাত্রী ছাড়া সাধারণ মানুষকে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। একই সঙ্গে তারেক রহমানের আগমন কাভার করতে আসা সাংবাদিকদেরও ভিআইপি ফটক থেকে প্রায় ২০০ গজ দূরে অবস্থান করতে হয়।
দুপুর ১১টা ৩৯ মিনিটে তারেক রহমান, তাঁর পরিবারের সদস্য ও সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানবন্দরের রেড জোনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা আরও জোরদার রাখা হবে।