Tuesday, October 14, 2025

ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রের ভোটার চারবার বুথে প্রবেশ, ক্রস চিহ্নের অভিযোগে সন্দেহ


প্রতীকী ছবিঃ ডাকসু নির্বাচন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রের একটি বুথে ভোট দেওয়ার সময় আগে থেকে ক্রস চিহ্ন থাকা অভিযোগে একজন নারী শিক্ষার্থী চারবার বুথে প্রবেশ করেছেন। চীফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, একই শিক্ষার্থী বুথ থেকে বের হয়ে একাধিক ব্যক্তির সঙ্গে আলাপ করেছেন।

গত ৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে টিএসসি কেন্দ্র থেকে কেন্দ্র প্রধান জানান, শিক্ষার্থী প্রথমবারের মতো ব্যালট গ্রহণ করে বুথে প্রবেশ করেন। প্রায় এক মিনিটের বেশি সময়ের পর তিনি দাবি করেন যে ব্যালটটিতে দুটি প্রার্থীর পক্ষে পূর্ব থেকেই চিহ্ন ছিল। এরপর পোলিং অফিসারদের সহায়তায় ব্যালটটি আলাদা প্যাকেটে সংরক্ষণ করা হয় এবং তাকে নতুন ব্যালট দেওয়া হয়।

ফুটেজ পর্যবেক্ষণে দেখা গেছে, শিক্ষার্থী চারবার বুথে প্রবেশ করেছেন; প্রথমবার প্রায় ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার ৬৬ সেকেন্ড, তৃতীয়বার ২ সেকেন্ড এবং চতুর্থবার ১০ মিনিটের বেশি সময়। অধ্যাপক জসীম উদ্দিন বলেন, “বারবার বুথে প্রবেশ ও বের হওয়া এবং একাধিক ব্যক্তির সঙ্গে আলাপচারিতা সন্দেহজনক মনে হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন