- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর বিরুদ্ধে হওয়া যৌনহেনস্তা নিয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে এবং অপরাধীকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জহুরুল হক হলের ওই শিক্ষার্থী যে অপরাধ করেছে, তার বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা চাইলে প্রশাসন তাকে দায়মুক্তি দেওয়ার প্রচেষ্টা করছে। তিনি বলেন, “গত ১৬ বছরে স্বৈরাচার হাসিনা যে ন্যারেটিভ ও প্রপাগান্ডার মাধ্যমে টিকেছিল, আপনারা কি আবার সেই পথ বেছে নিলেন?”
সাদিক কায়েম আরও বলেন, ‘শিবির নেতা’ বলে অপরাধীকে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে, যা হিপোক্রেসির মতো আচরণ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে উল্লেখ্য, ডাকসুতে এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা এক প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়েছেন ঢাবি শিক্ষার্থী আলী হুসেন। বিষয়টি তদন্ত করতে প্রক্টর অফিস এবং ডাকসু ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।