Tuesday, October 14, 2025

জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো দলের নয়: আমির খসরু


ছবিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী (সংগৃহীত) ও

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব সম্পূর্ণ জনগণের। কোনো রাজনৈতিক দল এই কৃতিত্ব নিজস্ব করার চেষ্টা করতে পারবে না। তিনি বলেন, “একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায়।”

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান সম্পর্কিত সেমিনারে তিনি আরও মন্তব্য করেন, বিপ্লবের পর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি এবং দাবি আদায়ে ব্যস্ত সময় কাটিয়েছে, সেখানে গৃহযুদ্ধের সৃষ্টি হয়েছে। তিনি সতর্ক করেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক লড়াই দেশের ভবিষ্যতকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে।

আমির খসরু বলেন, পরিবর্তনকে গ্রহণ করতে ব্যর্থ হলে কোনো দল বা ব্যক্তির ভবিষ্যত সুরক্ষিত থাকবে না।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন