Tuesday, October 14, 2025

ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ইসলামী ছাত্রশিবির


ছবিঃ ইসলামী ছাত্রশিবির (সংগৃহীত)

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাবির স্যার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আছেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

প্যানেলে ব্যতিক্রম হিসেবে উঠে এসেছে কয়েকজন বিশেষ প্রার্থীর নাম। এর মধ্যে রয়েছেন জুলাইয়ের গণঅভ্যুত্থানে চোখ হারানো শিক্ষার্থী খান জসীম, যিনি আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন। এছাড়া বিজয় একাত্তর হলের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলাম সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্যানেলের অন্যান্য পদে মনোনীতদের মধ্যে রয়েছেন—বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম–রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতিমা তাসনীম জুমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া।

এ ছাড়া প্যানেলে আরও ১৩ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত সময়ে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে আয়োজন করবে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন