- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদারের পক্ষে সমর্থন ঘোষণা করেছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার।
আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে মাহিন সরকার আবু বাকের মজুমদারের হাত তুলে তাঁর প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানান। এ সময় তিনি উপস্থিত সমর্থকদের আবু বাকেরকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মাহিন সরকার বলেন, “গণ-অভ্যুত্থানের শক্তিকে টিকিয়ে রাখতে এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার স্বার্থে আমি আবু বাকের মজুমদারের পাশে দাঁড়াচ্ছি। তাঁর বিজয় মানেই আমার বিজয়।” তিনি আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ না থাকায় ব্যালটে তাঁর নাম থাকলেও শিক্ষার্থীদের আবু বাকেরকে সমর্থন করার অনুরোধ করছেন।
অন্যদিকে আবু বাকের মজুমদার মাহিন সরকারের এই সমর্থনকে গণ–অভ্যুত্থানপন্থী শিক্ষার্থীদের ঐক্যের বড় বার্তা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “মাহিন সরকার আন্দোলনের কঠিন সময়ে যে ভূমিকা রেখেছেন, সেটি ইতিহাসে জায়গা করে নিয়েছে। আজ আমরা একসঙ্গে সেই পথ চলা অব্যাহত রাখব।”
রাজনৈতিক পটভূমিতে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুমতি ছাড়া ডাকসু নির্বাচনে আলাদা প্যানেল দেওয়ায় মাহিন সরকার দল থেকে বহিষ্কৃত হন। পরে তিনি সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে পৃথক প্যানেল গঠন করেন। তবে আজকের ঘোষণার মাধ্যমে তিনি আবু বাকের মজুমদারের পক্ষে অবস্থান স্পষ্ট করলেন।