- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে নারী শিক্ষার্থীসহ সকল ধর্মের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে “শিক্ষা সংস্কার প্রস্তাবনা” শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিবির সভাপতি বলেন, “গত দেড় দশক ধরে ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে যে অপরাজনীতি চালু ছিল, তার প্রভাব এখনও শিক্ষার্থীদের মধ্যে ছায়া ফেলেছে। এই ভীতি থেকেই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইছে। আমরা সেই ভীতিকর রাজনীতির পরিবর্তে শিক্ষার্থীদের জন্য বন্ধুত্বপূর্ণ ও স্বচ্ছ কর্মসূচি চালিয়ে আসছি।”
জাহিদুল ইসলাম আরও বলেন, “যদি সব ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি চাইলে তখনই হল কমিটি ঘোষণা করা হবে। কিছু ছাত্র সংগঠনের নিজস্ব এজেন্ডার অভাবে তারা মিথ্যা প্রচারণা ও বিষোদগার ছড়াচ্ছে। আমরা চাই শিক্ষার্থীরা সুস্থ ধারার, অংশগ্রহণমূলক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে শিখতে ও রাজনীতিতে যুক্ত হতে পারুক।”
তিনি সমাপ্তিতে সকলকে আহ্বান জানান, ক্যাম্পাসে সুস্থ ধারার শিক্ষার্থী বান্ধব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে।