Tuesday, October 14, 2025

ঢাবির ১৮ হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বহাল থাকবে: রাকিবুল ইসলাম রাকিব


ছবিঃ ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব (সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) দেওয়া আহ্বায়ক কমিটি বহাল থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এই তথ্য জানিয়েছেন।

রাকিব বলেন, “গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে হলগুলোতে ছাত্র রাজনীতির প্রকৃতি নিয়ে যে বৈঠক হয়েছিল, তার আপডেট জানার জন্য আজ আমাদের সাক্ষাৎ হয়। প্রশাসন জানিয়েছে, হল পর্যায়ে ছাত্র রাজনীতির ধরন নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। আমাদের হল কমিটিগুলো বহাল থাকবে।”

গুপ্ত রাজনীতি প্রসঙ্গে রাকিবুল ইসলাম রাকিব জানান, শিক্ষকরা স্বীকার করেছেন যে, ইসলামী ছাত্রশিবির পরিচয় গোপন রেখে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে দখলদারিত্ব তৈরি করছে, যা আগে ছাত্রলীগও করেছে। তিনি বলেন, “গুপ্ত রাজনীতি বন্ধ করার বিষয়টি রূপরেখায় অন্তর্ভুক্ত থাকবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে।”

ছাত্রদল সভাপতি আরও জানিয়েছেন, তারা প্রশাসনের পাশে থাকবে, তবে চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হবে। শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় নতুন অভিযুক্ত যোগ করার বিষয়ে প্রশাসন ইতোমধ্যেই কাজ করছে।

রাকিব অভিযোগ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ’ ফেসবুক গ্রুপে নারী শিক্ষার্থী, শিক্ষক ও গণআন্দোলনের নেতাদের বিরুদ্ধে কটূক্তি, হয়রানি এবং অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, বিশেষ করে গ্রুপের অ্যাডমিন ও ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মবের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি জানান, ছাত্রদলকে লক্ষ্য করে কারা সাইবার বুলিং করছে এবং গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে। শনিবারের মধ্যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা, হলে ছাত্র রাজনীতির ধরন চূড়ান্ত করা এবং ছাত্রলীগের কমিটি ও মামলার অগ্রগতির বিষয়ে আপডেট জানানো হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন