Tuesday, October 14, 2025

চুরির অপবাদে তুলে নিয়ে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যা, রেললাইনে উদ্ধার মরদেহ


ছবিঃ রেললাইনে পাশে কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখা যায়(সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | নরসিংদীর :

নরসিংদীর রায়পুরা উপজেলায় চুরির অভিযোগে একটি কিশোরকে তার ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম শুভ আহমেদ (১৪)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয়রা রেললাইনের পাশে তার মরদেহ দেখতে পান এবং পরে পুলিশ তা উদ্ধার করে।

শুভ আহমেদ উত্তর বাখরনগর ইউনিয়নের সওদাগর বাড়ির আল-আমিনের ছেলে। নিহতের চাচা জিল্লুর রহমান অভিযোগ করেন, গত সোমবার রাত ৮টার দিকে জাহাঙ্গীরনগর গ্রামের তুহিন ও হারুন নামে দুই ব্যক্তি চুরির অপবাদ দিয়ে শুভকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি দেখে তারা হত্যার খবর জানতে পারেন।

জিল্লুর রহমান আরও জানান, শুভ এতিম ছেলে। ছোটবেলা থেকে পরিবারের তত্ত্বাবধানে বড় হয়েছে। সে হালচাষের ট্রাক্টর চালাত। তিনি বলেন, “এভাবে তাকে হত্যা করা অত্যন্ত নির্মম। আমরা হত্যাকারীদের বিচার চাই।”

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, মরদেহে ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মৃতদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। পরিবারের আবেদন দিলে কবর থেকে লাশ তুলে নেওয়ার অনুমতি দেওয়া হবে।

রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ বলেন, হত্যার বিষয়টি এখনো থানায় অভিযোগ হয়নি। ময়নাতদন্ত রিপোর্ট ও পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা হতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন