- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কাজীপুরে সরকারি চাল জালভাবে প্লাস্টিকের বস্তায় স্থানান্তর করার ঘটনা উদঘাটন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দিয়ারপাড়া এলাকায় মমিন মিয়ারের চাতালের গুদামে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন প্রায় ৬ হাজার ২৫০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া অভিযানের নেতৃত্ব দেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে সরকারি লোগোযুক্ত ১০টি বস্তা, ১১৫টি প্লাস্টিকের বস্তা ও ৩০৩টি খালি সরকারি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১১৫টি প্লাস্টিকের বস্তায় প্রতি বস্তায় ৫০ কেজি করে সরকারি চাল ছিল।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বস্তাগুলো বাজারজাত করার উদ্দেশ্যে প্লাস্টিকের মধ্যে স্থানান্তর করা হয়েছিল। অভিযান চলাকালে গুদামের মালিক মো. আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।