Monday, January 19, 2026

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দাদি ও নাতনির মৃত্যু, পুড়ে ছাই ৮ বসতঘর


ছবিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ আগুন কেড়ে নিল দাদি-নাতনির প্রাণ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা কাদেরিয়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দাদি ও নাতনির করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘনবসতিপূর্ণ এলাকায়, গ্রাস করে নেয় একের পর এক বসতঘর।

নিহতরা হলেন রুমি আকতার (৫৫) ও তার পাঁচ বছর বয়সী নাতনি জান্নাত আকতার। স্থানীয়দের মতে, রুমি আকতার ছিলেন পরিবারের প্রধান ভরসা। সংসারের দায়িত্ব সামলে তিনি পরিবারের সবাইকে আগলে রাখতেন। ছোট্ট জান্নাত ছিল পরিবারের আনন্দ আর প্রাণের উৎস।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের তাপে কেউ ঘরের ভেতরে ঢুকতে পারেননি। অনেকে প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বেরিয়ে এলেও রুমি আকতার ও তার নাতনিকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনে আটটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দাদি ও নাতনির মৃত্যু হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাদের মতে, ক্ষতির পরিমাণ শুধু অর্থে সীমাবদ্ধ নয়—এই আগুন কেড়ে নিয়েছে আপনজনের প্রাণ, নিভিয়ে দিয়েছে শিশুর হাসি, ভেঙে দিয়েছে বহু মানুষের স্বপ্ন।

ঘটনার পর পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলেও পোমরা কাদেরিয়া পাড়ায় এখনো রয়ে গেছে নীরব কান্না আর গভীর বেদনা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন