Monday, January 19, 2026

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মধ্যরাতে বসতঘরে ভয়াবহ আগুন, প্রায় ২৫ লাখ টাকার সম্পদ ভস্মিভূত


ছবিঃ চট্টগ্রামে মধ্যরাতে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মধ্যরাতে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে গিয়ে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বেতাগী গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের অন্য ঘরগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত বসতঘরটি চার ভাই—আবু তাহের (৬৫), মো. ইব্রাহিম (৬২), মো. ইসরাইল (৫৫) ও আবু মোহাম্মদ (৭০)-এর যৌথ মালিকানাধীন। আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, রান্নার সামগ্রী ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, রান্নাঘর থেকে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। তারা দ্রুত সরকারি ও স্থানীয় সহায়তার দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন