- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
কুমিল্লার চান্দিনায় এক সাত বছরের শিশুকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক তুষার আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী শিশুটি আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ২৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে বরকইট গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর পরিবারের ভাষ্যমতে, প্রতিবেশী তুষারের দাদি গাছ থেকে 'বিলম্ব' ফল পেড়ে দেওয়ার কথা বলে শিশুটিকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। ফল পাড়া শেষ হলে তুষার কৌশলে শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে ফেলে এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চান্দিনা ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ উঠেছে, ঘটনার পর স্থানীয় কিছু প্রভাবশালী মাতাব্বর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শিশুটির দরিদ্র রিকশাচালক পিতাকে টাকার প্রলোভন দেখিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। এর ফলে তিনদিন পর্যন্ত বিষয়টি গোপন ছিল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়লে সংবাদকর্মীরা পুলিশকে অবহিত করেন এবং বিকেলে অভিযান চালিয়ে পুলিশ তুষারকে গ্রেফতার করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বিষয়টি জানার সাথে সাথেই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।