Tuesday, October 21, 2025

চট্টগ্রামের লোহাগাড়ায় ১৩ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক


ছবিঃ ১৩ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযানটি পরিচালনা করে লোহাগাড়া থানা পুলিশ।

আটকরা হলেন— কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের জসিম উদ্দিন (৩৩), সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মহিউদ্দীন (৩০) এবং একই এলাকার মো. করিম (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই রুটে চলাচলকারী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অংশ থেকে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন