Tuesday, October 21, 2025

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অজুখানা নিয়ে সংঘর্ষে আহত ২০, গ্রেফতার ৪


ছবিঃ মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ব্রাহ্মণবাড়িয়ার: 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুরে এক পক্ষের নেতা দুলাল মিয়া (৬০) পুলিশ নিয়ে এসে অজুখানার কাজ বন্ধ করে দেন। এ সময় অপর পক্ষের আলম মিয়া (৬০), ফজলু মিয়া (৫৫) ও সাইদ মিয়া (৬৫) ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানান। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত ১২ জনকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন দাস জানান, মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন