- ১৩ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ৭০ বছর বয়সী ফজিলাতুন্নেছা নামের ওই নারী ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। আজ শনিবার (২১ জুন, ২০২৫) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, সবশেষ মারা যাওয়া ফজিলাতুন্নেছা বাকলিয়া এলাকার বাসিন্দা। কোভিড-১৯ পজিটিভ আসার পর গত মঙ্গলবার (১৭ জুন) তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার দুপুরে তিনি মারা যান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের এপিক হেলথ কেয়ারে ২ জন, শেভরনে ৩ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।
চলতি জুন মাসে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
করোনাভাইরাস(ইন্টারনেট হতে সংগৃহীত)