Tuesday, October 14, 2025

চট্টগ্রাম বন্দরের এনসিটি ছাড়ছে সাইফ পাওয়ার টেক, পরিচালনায় আসছে নৌবাহিনী


ছবিঃচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (সংগৃহীত । ইন্টারনেট)


দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ছেড়ে দিচ্ছে সাইফ পাওয়ার টেক। আজ সোমবার (৭ জুলাই) থেকে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব নেবে বাংলাদেশ নৌবাহিনী। তবে আইনি বাধ্যবাধকতার কারণে সরাসরি নৌবাহিনীকে না দিয়ে, তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আজ সোমবারই এই চুক্তি সম্পাদিত হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড একটি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান, যা চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই অবস্থিত।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর ড্রাইডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তির বিষয়টি বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। তিনি নিশ্চিত করেন, আজ সোমবার বন্দর কর্তৃপক্ষ ড্রাইডকের সঙ্গে ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তি করবে এবং একই দিনে সাইফ পাওয়ার টেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবে। ফলে আজ থেকেই নৌবাহিনীর মাধ্যমে চিটাগাং ড্রাইডক এনসিটি পরিচালনা শুরু করবে।

এক প্রশ্নের জবাবে মো. ওমর ফারুক বলেন, কিছু প্রযুক্তিগত কারণে নৌবাহিনী সরাসরি টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে পারেনি, তবে তারা ড্রাইডকের মাধ্যমে এটি পরিচালনা করবে।

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন গণমাধ্যমকে জানান, নৌবাহিনীকে দায়িত্ব হস্তান্তরের জন্য তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এনসিটি ছাড়লেও চুক্তি অনুযায়ী চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি)-তে তাদের কার্যক্রম বহাল থাকবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনাল রয়েছে: চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), জেনারেল কার্গো বার্থ (কনটেইনার ও বাল্ক-জিসিবি) এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)। ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিং হওয়া ৩২ লাখ টিইইউস কনটেইনারের মধ্যে ৪৪ শতাংশ এককভাবে এনসিটি থেকেই পরিচালিত হয়েছিল। সাইফ পাওয়ারটেক ২০০৭ সাল থেকে এনসিটি পরিচালনা করে আসছিল।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন