Tuesday, October 14, 2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি, উপ-উপাচার্যের কান্নায় ভেঙে পড়া বক্তব্য


ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

আসিফ মাহমুদ ,স্টাফ রিপোর্টার। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের সহায়তা না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

তিনি অভিযোগ করে বলেন, “ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে আমাদের ছাত্রদের মারছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি, কিন্তু এখনো আমাদের পাশে কেউ নেই।”

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ড. কামাল উদ্দিনকে বলতে শোনা যায়, “আমার ছাত্ররা সবচেয়ে বেশি আহত। আমরা এখন পর্যন্ত আর্মি-বিজিবির কোনো সাহায্য পাচ্ছি না। প্রত্যেকটা ছাত্রকে তারা দা দিয়ে কোপাচ্ছে। আমাদের প্রক্টর, প্রো-ভিসি (অ্যাকাডেমিক) আহত, প্রায় সব শিক্ষক-ছাত্র আহত। মেডিকেলে জায়গা দিতে পারছি না।”

তিনি কাঁদতে কাঁদতে আরও বলেন, “আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আমাদের শিক্ষার্থীরা তোমরা শান্ত হও, এলাকাবাসী আপনারা শান্ত হোন। আমরা এই বিশ্ববিদ্যালয়ে এত বছর ধরে আছি, এই গ্রামের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। এটা অন্য একটি কুচক্রি মহলের ইন্ধনে ঘটছে। এই গেমে কেউ হাত দিও না।”

শিক্ষার্থীদের উদ্দেশে উপ-উপাচার্য বলেন, “তোমরা শান্ত হও। আমরা তোমাদের পাশে আছি। এ ঘটনার বিচার হবে।” সংঘর্ষে শিক্ষার্থীসহ বহুজন আহত হয়েছেন। ক্যাম্পাসের ভেতরে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন