- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | চট্টগ্রাম :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন হলে কোনো প্রার্থী না থাকায় মোট ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন, যার মধ্যে ২১ জনই নারী।
চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, শাহজালাল হলে রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। মেয়েদের হলের মধ্যে বিজয় ২৪, নবাব ফয়জুন্নেসা, প্রীতিলতা ও শামসুন্নাহার হলের বিভিন্ন পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
নবাব ফয়জুন্নেসা হলে পারমিতা চাকমা ভিপি পদে, ইতি চাকমা খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, প্রত্যাশা চাকমা সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, অপরাজিতা বড়ুয়া দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হচ্ছেন। প্রীতিলতা হলে অন্তরা চাকমা ও সিরাজুম মুনিরা এবং শামসুন্নাহার হলে সাইমুন সাদিয়া, মোছা নিশাদ জান্নাতসহ সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
প্রাথমিক বাছাইয়ে ১৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাদ পড়া প্রার্থীরা পুনরায় আবেদন করতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ ২৪ সেপ্টেম্বর, এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।