- ১২ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রাম–৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানি শেষে কমিশন তাঁর আবেদন নামঞ্জুর করায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি।
সোমবার (১২ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনের মিলনায়তনে তৃতীয় দিনের মতো আপিল শুনানি শুরু হয়। এদিন একপর্যায়ে এ কে এম ফজলুল হকের আপিল আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়। শুনানি শেষে কমিশন তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে আগের সিদ্ধান্ত বহাল রাখে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রাথমিক বাছাই পর্যায়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি কমিশনে আপিল করেন।
আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কে এম ফজলুল হক বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরিত্যাগের জন্য আবেদন করেছেন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস থেকেও সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন থাকলেও তিনি আপিলে তা তুলে ধরেছিলেন। তবে নির্বাচন কমিশন তাঁর যুক্তি গ্রহণ করেনি।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির একাধিক প্রার্থী কেবল নাগরিকত্ব ত্যাগের আবেদন করেই বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। এ ক্ষেত্রে সবার জন্য সমান আচরণ করা হয়নি বলে তিনি দাবি করেন।
এ কে এম ফজলুল হক জানান, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।