Monday, January 12, 2026

মানিকগঞ্জে তালাবদ্ধ ঘরে নারীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ


ছবিঃ মানিকগঞ্জে তালাবদ্ধ ঘরে মোছাম্মৎ নুরজাহান (৫৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মানিকগঞ্জ 

মানিকগঞ্জ শহরের পৌলি এলাকায় নিজ ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) রাতে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত নারীর নাম মোছাম্মৎ নুরজাহান (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং আবুল খায়েরের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে নুরজাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তার মেয়ে কাজল। বারবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে রাত সাড়ে এগারোটার দিকে কাজল ধামরাই থেকে বাড়িতে এসে দেখেন, মায়ের ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া।

তালা খুলে ঘরের ভেতরে প্রবেশ করতেই তিনি মায়ের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তখন নুরজাহানের মাথায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায় এবং গলায় একটি ওড়না পেঁচানো ছিল।

খবর পেয়ে রাত পৌনে একটার দিকে মানিকগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরটি ঘুরে দেখে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, ঘরের ভেতরে আসবাবপত্র ও কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে ছিল, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।

পরে পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মানিকগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন