- ১৫ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে এক আনসার সদস্যের শটগান নদীতে তলিয়ে গেছে। ঘটনার পর থেকে তিন দিন ধরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় শটগানটি উদ্ধারের চেষ্টা চলছে। প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে বুধবার (১৫ অক্টোবর) সকালে।
জানা যায়, ৪ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কাজ করে আসছে। এর অংশ হিসেবে গত ১৩ অক্টোবর, সোমবার, চৌহালীর উমারপুর ইউনিয়নের শৈলজানা এলাকায় অভিযান চলছিল। অভিযানে অংশগ্রহণকারী আনসার সদস্য তাবিউর রহমান রায়হান তার কাছে থাকা শটগানটি হঠাৎ নদীতে পড়ে যায়।
চৌহালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি এবং অন্যান্য সদস্যরা। একটি স্পিড বোট উল্টে যাওয়ার পর স্রোতের কারণে ইউএনও ও অভিযানে অংশ নেয়া সদস্যরা নদীতে পড়ে যান। পরে কাছের একটি নৌকা এসে তাদের উদ্ধার করে। তবে, আনসার সদস্য তাবিউরের শটগানটি নদীর গভীরে তলিয়ে যায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান, “আমরা খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছি। তবে, ঘটনাস্থলে ব্যাপক স্রোত ও গভীরতা থাকায় অভিযান কিছুটা বিঘ্নিত হচ্ছে। এখনো শটগানটি উদ্ধার করা সম্ভব হয়নি।” তিনি আরও জানান, শটগানটি উদ্ধার করতে স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে চেষ্টা চলছে এবং নৌবাহিনীর সহযোগিতা নেওয়া হবে।
উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত শটগানটি উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।