Tuesday, January 13, 2026

চলতি সপ্তাহেই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের বেতন পাওয়ার সম্ভাবনা


প্রতীকী ছবিঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহেই পরিশোধ হতে পারে। এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী বুধবারের (৭ জানুয়ারি) মধ্যে সরকারি আদেশ (জিও) জারি হওয়া জরুরি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ১ জানুয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত জিও জারি হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে জিও হলে আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন জমা শুরু হতে পারে।

ইএমআইএস সেলের এক কর্মকর্তা বলেন, বেতন সংক্রান্ত সব তথ্য ইতোমধ্যে আইবাস সিস্টেমে আপলোড করা হয়েছে এবং জিও জারির জন্য প্রয়োজনীয় ফাইল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত অনুমোদন পাওয়া গেলে বৃহস্পতিবার থেকেই শিক্ষক-কর্মচারীরা বেতন তুলতে পারবেন। তবে জিও জারিতে বিলম্ব হলে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি মাসে প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমে অনলাইনে বেতন বিল দাখিল করা হয়। যাচাই-বাছাই শেষে তা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়। অনুমোদন মিললেই বেতন-ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়মিত ও স্বচ্ছভাবে পরিশোধ নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এতে প্রক্রিয়া আগের তুলনায় সহজ ও সময় সাশ্রয়ী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন