Friday, December 5, 2025

ছয় মাস পর ইউরিয়া উৎপাদন শুরু, একদিনের মধ্যে আবার বন্ধ চট্টগ্রামের সিইউএফএলে


ছবিঃ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের কারখানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | চট্টগ্রাম:

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) গতকাল রোববার ভোরে টানা ছয় মাসের গ্যাস–সংকট পরবর্তী উৎপাদন পুনরায় শুরু করে। তবে কারখানার উৎপাদন একদিনও স্থায়ী থাকতে পারেনি। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কারিগরি ত্রুটির কারণে পুনরায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের উৎপাদন বিভাগীয় প্রধান উত্তম চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদন শুরু হওয়ায় কারিগরি সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে কারখানা আবারও স্টার্টআপ প্রক্রিয়ায় রয়েছে। আশা করি দু-এক দিনের মধ্যে পুনরায় উৎপাদন চালু করা যাবে।”

সিইউএফএল প্রতিদিন সর্বাধিক ১,১০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করতে সক্ষম। প্রতি মেট্রিক টনের দাম ৩৮ হাজার টাকা হিসেবে হিসাব করলে দৈনিক প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকার সার উৎপাদন সম্ভব।

কারখানা সূত্র জানায়, চলতি বছরের ১১ এপ্রিল গ্যাস–সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। তার আগে ২০২৩-২৪ অর্থবছরে সিইউএফএল মাত্র পাঁচ দিন কাজ করতে পেরেছিল। এছাড়া যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য সমস্যার কারণে কারখানার উৎপাদন প্রায় সময় সীমিত ছিল।

সিইউএফএল ১৯৮৭ সালে জাপানের কারিগরি সহায়তায় আনোয়ারার রাঙ্গাদিয়ায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া এবং বার্ষিক ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন। বর্তমানে দৈনিক উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ১,১০০ মেট্রিক টনে। এছাড়া অ্যামোনিয়া উৎপাদন ক্ষমতা দৈনিক ৮০০ মেট্রিক টন এবং বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন।

কারখানার পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। গ্যাস–সংকট ও যান্ত্রিক সমস্যার কারণে গত অর্থবছরে প্রায় আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়েছে। বাংলাদেশে বার্ষিক ইউরিয়া সারের চাহিদা প্রায় ২৬ লাখ মেট্রিক টন। সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানা প্রায় ১০ লাখ মেট্রিক টন সরবরাহ করে, বাকি ১৬ লাখ মেট্রিক টন ইউরিয়া উচ্চমূল্যে আমদানি করতে হয়।

সিইউএফএলের এই অনিয়মিত উৎপাদন কৃষি নির্ভর দেশের সার নিরাপত্তাকে প্রভাবিত করছে এবং বাজারে ইউরিয়ার চাহিদা মেটাতে আমদানি নির্ভরতা বাড়িয়ে দিচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন