- ১০ জানুয়ারি, ২০২৬
ঢাকা | PNN প্রতিবেদক:
প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানান—১০টি ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা দেওয়া হবে।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “Dear Dhaka University Students, Give me 10 plastic bottles, I will give you a sapling against 10 plastic bottles. Are you interested to take & plant the seed?”—যার মাধ্যমে তরুণদের পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। পরিবেশবাদীদের মতে, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের মধ্যে এমন সংযোগ তৈরি করা একটি যুগোপযোগী ও কার্যকর উদ্যোগ। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সচেতনতা তৈরিতে এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্লাস্টিক দূষণের মতো একটি গুরুতর সমস্যার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। জানা গেছে, কর্মসূচির বিস্তারিত সময়সূচি ও স্থান শিগগিরই জানানো হবে। উদ্যোক্তা পক্ষের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু চারা বিতরণ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ জাগ্রত করা।
বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত ও রাজনৈতিক পর্যায়ের এমন পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতে নগর পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।