Tuesday, October 14, 2025

ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন নাহিদ ইসলাম


ছবিঃ নাহিদ ইসলাম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিয়েছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরও একজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

নাহিদ ইসলাম জানান, তার সাক্ষ্যগ্রহণ দুই দিনের মধ্যে সম্পন্ন হবে। এর আগে মঙ্গলবার তার সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও, একই মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর স্টেট ডিফেন্স আইনজীবীর জেরা শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মাহমুদুর রহমানের জবানবন্দি ও জেরা শেষ হওয়ার পর নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ অধ্যায় শেষ হবে।

এই মামলায় জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগ আনা হয়েছে। সাক্ষীদের জবানবন্দিতে আন্দোলনের সময় দেশজুড়ে হত্যাযজ্ঞের বীভৎস চিত্র তুলে ধরা হয়েছে এবং শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মামলায় শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগের নথি মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে দুই হাজার ১৮ পৃষ্ঠার তথ্যসূত্র, চার হাজার পাঁচ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি এবং দুই হাজার ৭২৪ পৃষ্ঠার শহীদদের তালিকা রয়েছে। সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে এবং মামলার তদন্ত সংস্থা ১২ই মে চিফ প্রসিকিউটরের কাছে রিপোর্ট জমা দেয়।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন