Tuesday, October 14, 2025

ঢাকায় প্রথমবার আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, সঙ্গে থাকবে ছোট্ট সারপ্রাইজ


ফাইল ছবিঃ হানিয়া আমির (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসছেন। তিনি সানসিল্কের আমন্ত্রণে আসবেন বলে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন। ভিডিওতে হানিয়া বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে ছোট্ট একটা সারপ্রাইজ থাকবে।”

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতের দর্শকদের মধ্যে জনপ্রিয়তা কুড়িয়েছেন হানিয়া। ২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’–এর মতো ধারাবাহিক ও ‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডেও তার প্রতিভার ছাপ রেখেছেন।

অভিনয়ের পাশাপাশি গান ও ফ্যাশনেও অনন্য পরিচিতি রয়েছে তার। পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেত্রী ধারাবাহিক প্রতি পর্বের জন্য প্রায় চার লাখ রুপি পান। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি এবং মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। ঢাকায় আসার পর তার ভক্তরা উপভোগ করতে পারবেন অভিনয়, স্টাইল ও আনন্দময় মুহূর্তের মিলন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন