- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক প্রতিবন্ধী গৃহবধূকে ছাগল চুরির মিথ্যা অজুহাতে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন কিশোরের বিরুদ্ধে। ২ অক্টোবর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
নাসিরনগর থানা সূত্রে জানা যায়, ওই গৃহবধূ দৃষ্টিজনিত সমস্যাসহ শারীরিক প্রতিবন্ধকতার শিকার। ঘটনার দিন অভিযুক্ত তিন কিশোর ওই গৃহবধূকে বলে, "তোমার ছাগল চুরি হয়ে গেছে। ছাগল ফেরত পেতে হলে আমাদের সাথে যেতে হবে।" সরল বিশ্বাসে তিনি তাদের সাথে যান। এরপর স্থানীয় লিচু মিয়ার পুকুর পাড়ে নিয়ে গিয়ে ওই কিশোরেরা তাকে পালাক্রমে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয় দেখায়।
ধর্ষণের একদিন পর, ৩ অক্টোবর, ভুক্তভোগী তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলেন। সঙ্গে সঙ্গেই ভুক্তভোগীর মা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা আমলে নিয়ে পুলিশ ৪ অক্টোবর দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করে।
নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অপরাধ স্বীকার করেছে। আদালতের মাধ্যমে তাদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।
উদ্ধার হওয়া গৃহবধূকে মেডিক্যাল পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য পাঠানো হয়েছে।
ভুক্তভোগী প্রতিবন্ধীর মা অসহায় কণ্ঠে জানান, তাঁর মেয়ের এক মাস আগে বিয়ে হলেও, যৌতুকের জন্য স্বামী তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকেই মেয়েটি তাঁর কাছে থাকত। এই পরিস্থিতিতে তিনজনের এমন পাশবিকতায় তিনি বিচার চেয়েছেন এবং মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অন্যদিকে, অভিযুক্ত কিশোরদের পরিবারের দাবি, তাদের ছেলেরা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।