Tuesday, October 14, 2025

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে মুক্তিপণের শিকার ৪ জেলে উদ্ধার


ছবিঃ মুক্তিপণের শিকার ৪ জেলে উদ্ধার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে মুক্তিপণের জন্য জিম্মি করে রাখা ৪ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল শিবসা নদীসংলগ্ন আড়বাউনি খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড এই অভিযান চালায়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও, তাদের আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ-বিসিজিএস তৌহীদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিম জানান, অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। পরে দস্যুদের নৌকা তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- মফিজুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (৩৭), হাবিবুর (৩৫) এবং শাহজাহান গাজী (৪০)। তারা জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের প্রায় ১০ দিন ধরে জিম্মি করে রেখেছিল এবং মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন চালাচ্ছিল।

কোস্টগার্ড কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিম নিশ্চিত করেছেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, উদ্ধার হওয়া জেলেদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন