- ১৩ অক্টোবর, ২০২৫
দেশের চার বিভাগে আজ বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে কোথাও কোথাও এমন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ফেনীতে গত ২৪ ঘণ্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা চলতি বছরে ওই অঞ্চলের জন্য রেকর্ড বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর কর্তৃক আজ প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত হবে।
আবহাওয়া অফিসের সংজ্ঞা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতিভারী বৃষ্টি বলা হয়।
এই অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোনো কোনো স্থানে ভূমিধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে সতর্কবার্তায়। এছাড়া, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীতে এ সময় অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আজ সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টিতে ইতোমধ্যে তুরাগ নদের পানি বেড়ে আশুলিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে।