Monday, January 19, 2026

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন যুবক ও এক মানবপাচারকারী আটক


ছবিঃ ভারতে যাওয়ার পথে মানবপাচারকারীসহ ৪ জন আটক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের ভারতে পাঠানোর কাজে জড়িত এক মানবপাচারকারীকে আটক করা হয়।

বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বকচর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

আটক মানবপাচারকারীর নাম মো. শাহিন। তিনি বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে। অন্যদিকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকারী যুবকদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর লহলামারির মো. মিজানুর রহমান, রাজশাহী মহানগরের আসাম কলোনির শফিকুল ইসলাম মুন্না এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর এলাকার মো. তারাজুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় মানবপাচারকারীসহ চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, শাহিনের সহযোগিতায় তারা ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্য ছিল তাদের।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন