- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | চাঁদপুর:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক কিশোরীকে (১৪) পারিবারিক কবরস্থানে জোরপূর্বক নিয়ে ধর্ষণের অভিযোগে গোলাপ রহমান (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ওই কিশোরী দোকান থেকে নিজের বাড়িতে ফিরছিল। সেই সময় ৬৫ বছর বয়সী বৃদ্ধ গোলাপ রহমান তাকে জোর করে টেনে নিয়ে স্থানীয় একটি পারিবারিক কবরস্থানে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার মেয়েটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। মা তখন এলাকাবাসীকে বিষয়টি অবহিত করেন। এলাকাবাসী প্রাথমিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপর কিশোরীর মা মাজুদা বেগম বাদী হয়ে শাহরাস্তি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই শাহরাস্তি থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ গোলাপ রহমানকে আটক করে। তার বিরুদ্ধে বুধবার (৮ অক্টোবর) রাতে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে আটক করেছি। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।" জানা গেছে, আটককৃত গোলাপ রহমানের বিরুদ্ধে এর আগেও এ ধরনের বেশ কয়েকটি অভিযোগ ছিল।