Monday, January 19, 2026

চান্দিনা থেকে অপহৃত ছয় বছরের শিশু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার


ছবিঃ মাদ্রাসাছাত্র মোহাম্মদ আলীকে অপহরণের একদিন পর বাগেরহাট জেলার রামপাল থেকে উদ্ধার করেছে পুলিশ। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | কুমিল্লা:

কুমিল্লার চান্দিনা থেকে অপহরণের একদিন পর ছয় বছরের মাদ্রাসাছাত্র মোহাম্মদ আলীকে বাগেরহাট জেলার রামপাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফা ও অপহরণের মূল হোতা মোহাম্মদ হানিফকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চান্দিনা থানা পুলিশের একটি বিশেষ দল বাগেরহাটের রামপাল এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে রাতেই হানিফ ও শিশুটিকে চান্দিনা থানায় আনা হয়।

উদ্ধার হওয়া শিশু মোহাম্মদ আলী চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের পাঁচধারা গ্রামের রুহুল আমিন ও নাহিদা আক্তারের ছেলে। সে চান্দিনা পৌরসদরের মহারং জাফর আলী মুন্সি মারকাজুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। আটক হানিফ (৪৮) কুমিল্লা সদর উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং অপহৃত শিশুর ফুফা।

স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফের স্ত্রী ফাতেমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সম্প্রতি ফাতেমা রাগ করে বাবার বাড়িতে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার (২৯ অক্টোবর) সকালে হানিফ প্রতিশোধের উদ্দেশ্যে তার শ্যালকের ছেলে মোহাম্মদ আলীকে মাদ্রাসা থেকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।

শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে। পরে মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, হানিফই শিশুটিকে নিয়ে বের হচ্ছেন। এরপর শিশুটির মা নাহিদা আক্তার থানায় মামলা করেন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় হানিফের অবস্থান শনাক্ত করি। পরে বাগেরহাটের রামপাল থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি সুস্থ আছে।” তিনি আরও জানান, হানিফকে শুক্রবার আদালতে পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন