- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | বরগুনা:
বঙ্গোপসাগরে বড়সড় সাফল্য পেয়েছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। গভীর সমুদ্র থেকে এক ট্রলারে এক টানে ১৫০ মণ ইলিশ ধরে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ভিড়েছে স্থানীয় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে। সেদিন সকালে ‘সাইফ ফিশ’ আড়তে ডাকের মাধ্যমে ইলিশগুলো বিক্রি হয় মোট ৪০ লাখ ৫০ হাজার টাকায়।
জানা গেছে, ২৯ অক্টোবর কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীর সমুদ্রে ইলিশগুলো ধরা পড়ে। পাথরঘাটা থেকে ১৯ জন জেলে নিয়ে যাত্রা করা ‘এফবি সাফওয়ান-৩’ নামের ট্রলারটি প্রচুর ইলিশ পেয়ে ফিরে আসে।
ট্রলারের মাঝি রুবেল জানান, “সাগরে জাল ফেলতেই আমরা বিস্মিত হয়ে যাই। জাল টেনে তোলার সঙ্গে সঙ্গে ট্রলারের সব কল ইলিশে ভর্তি হয়ে যায়। শেষ পর্যন্ত জায়গা না পেয়ে কিছু জাল কেটে ফেলতে হয়। আমি ১৭ বছর ধরে মাছ ধরছি—কিন্তু একসঙ্গে এত ইলিশ কখনো পাইনি। আল্লাহর রহমতে এবার ভাগ্য খুলেছে।”
ট্রলারের মালিক মানিক মিয়া বলেন, “গত কয়েক মাসে সাগরে মাছ পাওয়া যাচ্ছিল না। এবার এই এক ট্রলারের ইলিশ বিক্রি করে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারব।”
স্থানীয় আড়ৎদার মোস্তফা আলম বলেন, “গত দশ বছরে আমার আড়তে একসঙ্গে এত ইলিশ আসেনি। নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে গিয়ে এমন সাফল্য পাচ্ছেন, এটা আমাদের সবার জন্য আনন্দের বিষয়।”
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ইলিশ ধরা শুরু হতেই জেলেদের এমন ভাগ্য ফিরেছে। এটি ভালো লক্ষণ। আশা করছি, সামনে আরও ভালো ধরা পড়বে।”
পাথরঘাটা মৎস্যঘাট এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ। জেলেরা দীর্ঘদিন পর এমন বিপুল পরিমাণ ইলিশ পেয়ে উচ্ছ্বসিত, আর বাজারজুড়ে বেড়েছে ইলিশ নিয়ে সরগরম আলোচনা।