Monday, January 19, 2026

যশোরে যুবলীগের নামে বিক্ষোভের প্রস্তুতিতে দুজন গ্রেফতার


ছবিঃ যুবলীগের নামে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে যশোরে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | যশোর:

যুবলীগের নামে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে যশোরে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের ম্যানেজার দেবু মল্লিক এবং ছাপাখানার মালিক নাহিদ ইসলাম। ঘটনাস্থল থেকে পুলিশের একটি দল বেশ কয়েকটি ব্যানার ও প্রচার সামগ্রী জব্দ করেছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা “যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল আয়োজনের” নামে বিভ্রান্তিকর পোস্টার ও ব্যানার ছাপাচ্ছিলেন। এসব ব্যানারে লেখা ছিল— ‘শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর’ এবং ‘অবৈধ আইসিটি আইন বন্ধ কর।’ আয়োজক হিসেবে ব্যানারে উল্লেখ করা হয় পলাতক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের নাম।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিক্ষোভের আড়ালে নাশকতার পরিকল্পনা ছিল। আমরা সতর্ক অবস্থায় থেকে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশের ধারণা, সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক কর্মী আত্মগোপনে থেকে নিজেদের অনুসারীদের দিয়ে এমন কার্যক্রম পরিচালনা করছে। এ ঘটনায় পলাতক আনোয়ার হোসেন বিপুলের খোঁজে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

এদিকে স্থানীয় সূত্র জানায়, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন