- ১০ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। দুপুর আড়াইটায় শুরু হওয়া এই পরীক্ষা বিকেল ৪টা পর্যন্ত চলে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, এবার পাঁচটি অনুষদের অধীন ১৩টি বিভাগে মোট ১ হাজার ৩০৫টি আসনের জন্য লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থী। প্রতিযোগিতামূলক এই পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ছিল কড়াকড়ি নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ।
ভর্তি সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে আগামী ৭ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। ফল প্রকাশের পর মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে আজ সকালে একই শিক্ষাবর্ষের ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়, যেখানে বিপুলসংখ্যক পরীক্ষার্থী অংশ নেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর বুয়েটের নিজস্ব ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকাভুক্ত শিক্ষার্থীরাই নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।