Friday, December 5, 2025

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগকৃত শিক্ষকের বেতন জটিলতায় অনিশ্চয়তা


ফাইল ছবিঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরিশাল 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া দশ শিক্ষকের বেতন ও ভাতা বিতরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনাপত্তিপত্রকে উপেক্ষা করে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের মার্চ ও জুন মাসে ৫১টি প্রভাষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে এক বছরের মধ্যে পদগুলোতে নিয়োগ না দেওয়ায় ইউজিসি পদগুলো ব্লক করে দেয়। এর পর ২০২৫ সালের ৭ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫১ পদের মধ্যে মাত্র ১০টি প্রভাষক পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

তবে ইউজিসির অনাপত্তিপত্রের তোয়াক্কা না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কারণে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন ও ভাতা বিতরণে জটিলতা সৃষ্টি হয়েছে। ক্লাস নেওয়া, পরীক্ষা পরিচালনা এবং অন্যান্য প্রশাসনিক দায়িত্ব পালন করেও তারা এখনও বেতন পাননি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক অভিযোগ করেছেন, “নিয়োগ পেয়েও বেতন না পাওয়ায় আমাদের অবস্থান বিব্রতকর। যোগদান চূড়ান্তকরণের চিঠি এখনো আসেনি। আমরা নিয়মিত কাজ করছি, তবুও বেতন পাচ্ছি না।”

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক ইশরাত জাহান রিকজা বলেন, “জয়েন করেছি, কিন্তু বেতন এখনো পাইনি। ইউজিসি অনাপত্তি দিয়েছে বলে এই সমস্যাটা তৈরি হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।”

গণিত বিভাগের প্রভাষক মো: সজিব জানান, “যোগদান চিঠি এখনো কার্যকর হয়নি, তাই বেতন প্রসেস করা সম্ভব হয়নি। আগামী মাস থেকে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

অর্থ দফতের উপ-পরিচালক মো: আতিকুর রহমান বলেন, “বেতন সংক্রান্ত কোনো চিঠি আমাদের কাছে এখনও আসেনি। চিঠি এলে কার্যক্রম শুরু করা হবে।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা বলেন, “ইউজিসির অনাপত্তি রিপোর্টের কারণে বেতন আটকে আছে। এখনো কোনো নির্দেশনা পাইনি।”

ভিসি অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “টেকনিক্যাল কিছু সমস্যা ছিল। আমরা কাজ করছি। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।”

শিক্ষকরা আশা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে বেতন ও ভাতার বিষয়টি সমাধান করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন